Image description

বড়াইগ্রামে প্রতিহিংসা:বশত বিষ দিয়ে আট বিঘা জলকরের একটি পুকুরের সব মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মাছচাষী মাহফুজ আলম (২৫) বাদী হয়ে থানায় প্রতিবেশী নুরুল ইসলামকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত নুরুল ইসলাম নিশ্চিন্তপুর গ্রামে শের মাহমুদের ছেলে এবং মাহফুজ আলম জাহাঙ্গীর আলমের ছেলে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগী মাছচাষীর।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী মাহফুজ আলম বলেন, তিনি প্রতিবেশী মজিবর রহমানের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। অল্প দিনের মধ্যেই মাছগুলো বিক্রি করতেন তিনি। পুকুরের মালিক মজিবর রহমানের সাথে নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ রয়েছে। সে কারণে নুরুল ইসলাম মাহফুজ আলমকে মাছ মেরে ফেলার হুমকি দিতেন। বৃহস্পতিবার ভোর রাতে মাহফুজের পিতা নুরুল ইসলামকে পুকুর পাড়ে হাঁটতে দেখেন। এ সময় তিনি এগিয়ে গেলে নুরুল ইসলাম দ্রুত সটকে পড়েন। এর কিছুক্ষণ পরেই পুকুরে রুই, কাতল, মূগেল, সিলভার কার্পসহ আরো বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এ সময় পুকুর পাড় ও পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট পড়ে থাকতে দেখা যায়।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হচ্ছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।