
ঝালকাঠিতে মসজিদের দরজা ভেঙে ভিতরে ঢুকে ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ইদগাহ ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ফায়ারসার্ভিস মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
এতে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-০২ আসনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাও. ইব্রাহিম আল হাদী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মাওলানা মাইনুল খান, হাফেজ নাইমসহ আরো অনেকে।
বিক্ষোভকারীরা মসজিদের দরজা ভেঙে ইমামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়নের পরমহল তালুকদার বাড়ির মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যুক্তিতর্কের জেরে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদার দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। জীবন রক্ষায় দৌড়ে মসজিদের ভিতরে ঢুক দরজা আটকিয়ে দিলে সেই দরজা ভেঙে তাকে মারধর করে এবং দাড়ি উঠিয়ে নেয়। মসজিদের পাশেরর লোকজজন দৌড়ে গিয়ে ইমাম সাহেবকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীদের মারধর থেকে বাঁচাতে পারেনি। গুরুতর অসুস্থাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে।
এঘটনায় শুক্রবার দুপুরে সদর থানায় অভিযোগ দায়ের এবং বিকেলে বিচারের দাবিতে বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা।
Comments