
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক শিশু কন্যার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের মোঃ রুবেল মিয়ার মেয়ে। তার মা সুমি বেগম স্টেশন এলাকায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে কাজ করেন। বুধবার বিকেল থেকে সিনথিয়া নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া জানান, গফরগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। থানার ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
Comments