জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে উচ্ছেদ অভিযান, অপসারণ শতাধিক অবৈধ স্থাপনা

জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট ও ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এই উচ্ছেদ অভিযানে সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, সোনাইমুড়ীর সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার এবং সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্প ইনচার্জ পারভেজ মোশাররফসহ দুই প্লাটুন সেনাবাহিনী ও একদল পুলিশ অংশ নেয়।
সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই চারটি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে প্রকৃতি ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছিল।
তিনি আরও বলেন, অভিযানের আগে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। অভিযান শেষে যেন কেউ আর খাল দখল করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। পাশাপাশি, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন পারভেজ মোশাররফ বলেন, "মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী সদস্যরা কাজ করে যাচ্ছে। আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।"
এদিকে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের পানি নিষ্কাশনের পথ সুগম করার এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা খুশি। তারা একইসঙ্গে খালের ওপর থেকে সকল অবৈধ বাঁধ অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করারও দাবি জানিয়েছেন।
Comments