Image description

বগুড়ার শেরপুর উপজেলায় সম্প্রতি অপরিচিত ও রহস্যময় ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পৌর শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকা পর্যন্ত এই অচেনা মুখের উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন ও ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, স্থানীয়রা এটিকে সম্ভাব্য বিপদের পূর্বাভাস হিসেবে দেখছেন।

বিভিন্ন এলাকার মানুষের অভিজ্ঞতা থেকে জানা যায়, সন্ধ্যার পর অচেনা যুবকদের মোটরবাইকে ঘুরে বেড়ানো, নির্জন এলাকায় অচেনা যাত্রীদের নেমে যাওয়া এবং গভীর রাতে ব্যাগ ও বাক্সসহ অপরিচিত নারী-পুরুষের উপশহর ও আবাসিক এলাকায় যাতায়াত বেড়েছে। তাদের আঞ্চলিক ভাষা শেরপুরের স্থানীয় ভাষার সঙ্গে মেলে না বলে জানিয়েছেন একজন অটোরিকশা চালক। এই অস্বাভাবিক যাতায়াত স্থানীয়দের সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় রাজনৈতিক নেতারা এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক মেয়র জানে আলম খোকা ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের তৎপরতা কামনা করেছেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিজ নাসিমও বহিরাগতদের ওপর নজরদারির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, "বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারি এবং পুলিশি টহল বাড়ানো হয়েছে।" তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়ে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেছেন।