Image description

ভোলার বোরহানউদ্দিন উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসার দ্বিতল একাডেমিক ভবনের ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। বৃহস্পতিবার দোতলায় ওঠার সিঁড়ির কাছে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে, যা কোনো বড় দুর্ঘটনার কারণ হতে পারতো। ছয় মাস আগেও ক্লাস চলাকালীন সময়ে ছাদের পলেস্তারা খসে পড়ে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছিল।

ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ দোতলার চারটি শ্রেণিকক্ষের ক্লাস অন্যত্র সরিয়ে নিয়েছে। কিন্তু সম্প্রতি দুটি বিষয়ে অনার্স কোর্স চালু হওয়ায় কক্ষের চাহিদা আরও বেড়েছে। ফলে মাদ্রাসায় শ্রেণিকক্ষের তীব্র সংকট দেখা দিয়েছে, যার কারণে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার পুরনো ভবনের নিচতলার করিডোরের সিঁড়ির কাছে পলেস্তারা খসে পড়ার পর মরিচা পড়া রড বেরিয়ে আছে। দোতলার করিডোর ও শ্রেণিকক্ষের অন্তত দশটি স্থানে এমন ধস দেখা যায়। কিছু স্থানে নতুন করে সংস্কার করা হলেও তাতে মরচে ধরা রড দেখা যাচ্ছে। ভবনের পূর্ব প্রান্তের কক্ষে ছাদ ফুটো হয়ে পানি পড়ছে এবং প্রশাসনিক ভবনেও স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা এসব কক্ষে ক্লাস করতে ভয় পায়। তাদের অভিযোগ, শ্রেণিকক্ষের অভাবে নিয়মিত ক্লাস হচ্ছে না। তাই তারা একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছে।

মাদ্রাসার উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ জানান, ১৯৭৭ সালে কোনো প্রকৌশলীর নকশা ছাড়াই মাদ্রাসার নিজস্ব অর্থায়নে একতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল। ১৯৮৫ সালে দ্বিতীয় তলার কাজ শেষ করা হয়। তিনি স্বীকার করেন, ভবনে আরসিসি পিলার ও কলাম করা হলেও তা পর্যাপ্ত ছিল না।

বোরহানউদ্দিন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার ভবনটি পরিদর্শন করে জানান, রডে মরিচাসহ বিভিন্ন সমস্যা দেখে বোঝা যায় যে এটি আর সংস্কারযোগ্য নয়। তিনি ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের সুপারিশ করেন।

মাদ্রাসার অধ্যক্ষ এ. বি আহমদ উল্যাহ আনছারী জানান, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষের সংকট তীব্র। ২০১৯-২০ অর্থবছরে একটি সাইক্লোন সেল্টার কাম একাডেমিক ভবন সরকারিভাবে পাওয়া গেছে, যেখানে আটটি ক্লাস নেওয়া সম্ভব। তবে ২০০৪-০৫ অর্থবছরে নির্মিত ভোকেশনাল ভবনটি এখন প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে। তিনি সরকারের কাছে একটি নতুন একাডেমিক ভবন বরাদ্দ এবং প্রশাসনিক ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের দাবি জানান।