
ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া শর্ত মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে ক্রিমিয়া উপদ্বীপের ওপর থেকে নিজেদের দাবি প্রত্যাহার করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোমবার (১৯ আগস্ট) জেলেনস্কিসহ ইউরোপের কয়েকটি দেশের নেতা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করতে যাচ্ছেন। ট্রাম্প এই দিনটিকে ‘হোয়াইট হাউসের বড় দিন’ হিসেবে অভিহিত করেছেন।
টেলিগ্রাফের খবর অনুযায়ী, ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে এই শর্তের কথা প্রকাশ করেছেন। তার দেওয়া শর্তটি অনেকটা আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর প্রস্তাবের মতোই। পুতিন তখন যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন। দোনেৎস্কে ইউরোপের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ডনবাস-এর অংশবিশেষ অবস্থিত।
এদিকে ইউরোপের শীর্ষ নেতারা আশঙ্কা করছেন যে, ট্রাম্প এই বৈঠকে জেলেনস্কিকে খনিজ সমৃদ্ধ দোনেৎস্ক হস্তান্তর করতে বাধ্য করতে পারেন। এই অঞ্চলকে রক্ষা করার উদ্দেশ্যেই তারা হোয়াইট হাউসে যাচ্ছেন।
বৈঠকের আগের দিন ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে লেখেন, "কাল (সোমবার) হোয়াইট হাউসে বড় দিন। একসঙ্গে এতো ইউরোপীয় নেতা এর আগে কখনো হোয়াইট হাউসে আসেননি। তাদের আতিথেয়তা দেওয়াটা বড় সম্মানের।"
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ সিএনএনকে জানিয়েছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে পুতিন একটি ‘মজবুত’ নিরাপত্তা নিশ্চয়তার অনুমোদন দিয়েছেন। এর মাধ্যমে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী, ভবিষ্যতে রাশিয়া যদি ইউক্রেনে আবার আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ যৌথভাবে ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেবে। উইটকফ আরও বলেন, এই চুক্তির আওতায় রাশিয়া ভবিষ্যতে ইউক্রেন কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশে আক্রমণ করবে না।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে এখনো এ ধরনের কোনো চুক্তির বিষয়ে নিশ্চিত করা হয়নি। তবে এই প্রতিশ্রুতির শর্তগুলো অনেকটা ন্যাটো'র আর্টিকেল-৫-এর মতো। এক ইউরোপীয় কর্মকর্তা সিএনএনকে বলেন, এই সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থায় ন্যাটো সরাসরি যুক্ত থাকবে না তবে ন্যাটোর নিরাপত্তা কৌশলের আদলেই ইউক্রেনকে সুরক্ষা দেওয়া হবে।
Comments