Image description

স্থানীয় শিক্ষকরা সোমবার সকাল ৭টা থেকে দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মীদেরও ক্যাম্পে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। এই অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, এনজিওগুলো অর্থ সংকটের কারণ দেখিয়ে প্রায় ১২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করেছে। তাদের দাবি, বেতন বৃদ্ধির দাবি তোলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন যে, রোহিঙ্গা শিক্ষকরা এখনও বহাল আছেন, কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় তারা পুনরায় আন্দোলনে নেমেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব জানান, তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন।

সড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়েছে। এতে আটকা পড়ে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। তীব্র গরমের মধ্যে এমন দুর্ভোগে সবাই অসন্তোষ প্রকাশ করেছেন। একজন কাভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, তিনি দেড় ঘণ্টা ধরে আটকে আছেন এবং কখন জ্যাম ছাড়বে তা জানেন না। স্থানীয় বাসিন্দা আবু তালেবও জানান, তিনি ৩ কিলোমিটার পথ হেঁটে যাচ্ছেন।