Image description

চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটিগেটে একটি পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে সিটিগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করেন।