রাজৈরে প্রাণবন্ত আয়োজন: আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সঠিক পথে এগিয়ে নিতে মাদারীপুরের রাজৈরে আয়োজিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৫। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার পাইকপাড়া কাশিমপুর বাড়ই মাঠে কাশিমপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ম্যাচে চমকপ্রদ খেলায় হেলেন জেরিন খান একাদশ ১-০ গোলে শহিদুল ইসলাম বাবুল একাদশ ঘারুয়া দলকে হারিয়ে বিজয়ের আনন্দ ছিনিয়ে নেয়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন স্থানীয় ক্রীড়ামোদীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়রে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।
এছাড়াও মাদারীপুর জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খেলায় অংশ নিয়ে তরুণদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, “মাদক নয়, মোবাইল গেম নয় – খেলাধুলাই তরুণদের মন ও শরীর সুস্থ রাখে।” এ ধরনের ক্রীড়া উদ্যোগের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে খেলাধুলার চর্চা আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Comments