নড়াইলে সরকারি রাস্তার কাজে বাধা ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা সৃষ্টি ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ (আগষ্ট) বেলা ১১ টার দিকে হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
হাটবাড়িয়া ডিসি পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে হাটবাড়িয়া তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এসময় দীর্ঘ লাইনে দাড়িয়ে শতাধিক নারী পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেল দাবি জানিয়ে বক্তব্য দেন হাটবাড়িয়া জমিদার বাড়ি পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, স্থানীয় বাসিন্দা কমল ঘোষ, বিএনপি নেতা বিল্লাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি এলাকায় ডিসি পার্কে যাওয়ার রাস্তাটি সরকারি ম্যাপে ২৬ ফুট চওড়া রয়েছে। বর্তমানে রাস্তাটি ১২ফুট থেকে ১৮ ফুট চওড়া করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনের জন্য সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মানের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় ভূমিদস্যু গোপাল চন্দ্র বিশ্বাস ও শিখা রানী কুন্ডুর পরিবার উন্নয়নকাজে বাধা দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার কারনে হিন্দু অধ্যুষিত ওই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশংকা বিরাজ করছে।
বক্তারা সরকারী কাজে বাধা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Comments