
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মজুমদারের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, “‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই স্লোগান চৌদ্দগ্রামে বাস্তবায়ন হতে দেব না। নতুন স্লোগান হবে—‘আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব, ধানের শীষে দেব।’”
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভিডিওটি ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওটি চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেকর্ড করা হয়। এ সময় বিএনপি নেতা ডা. মাইনুদ্দিন মিয়াজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ভাইরালের পর থেকে ওয়াহিদুর রহমানের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতারা বলেন, “ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করে আসছি। এমন বক্তব্যে আমরা বিব্রত। এটি দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।”
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা বলেন, “হয়তো আবেগের বশে বা শব্দচয়নে ভুল করে তিনি এমন বক্তব্য দিয়েছেন।”
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, “বিএনপি সবসময় ভোটাধিকারে বিশ্বাসী। গত ১৭ বছর আমরা এর জন্য আন্দোলন করেছি। এমন বক্তব্য ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখে ওই নেতার কাছে ব্যাখ্যা চাইব।”
সচেতন মহল এই বক্তব্যকে কান্ডজ্ঞানহীন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক মনে করে বিএনপির তৃণমূলের বিব্রতকর পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।
Comments