রাজৈরে ভ্যানচালক আকাশ হত্যা, ১৫ দিন পর মূল আসামি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন হত্যার ১৫ দিন পর এই মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নিহত আকাশের চুরি যাওয়া ভ্যান ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজৈরের সুন্দীকুড়ি গ্রামের আবু বক্কর কাজী (২৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হায়দার শেখ (৪০)।
পুলিশ জানায়, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাজৈর থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রাজৈর ও গোপালগঞ্জের দুটি ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আবু বক্করের কাছ থেকে আকাশের চুরি যাওয়া ভ্যান এবং হায়দারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের খবরে আকাশের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সকালে রাজৈরের বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরের পাশে ভ্যানচালক আকাশ আকনের (১৮) মরদেহ পাওয়া যায়। তার বাবা আমজেদ আকন জানান ৩০ জুলাই সকালে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Comments