Image description

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি বাড়ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমারের পানি বৃদ্ধি পাওয়ায় নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রোপা আমন, আমন বীজতলা, পাট ও অন্যান্য মৌসুমী ফসল পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরেও পানি ঢুকেছে এবং কাঁচা সড়কগুলো ডুবে গেছে। স্থানীয় কৃষক সামছুল বলেন, যদি পানি এভাবে বাড়তে থাকে তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের চিলমারী, নুনখাওয়া, হাতিয়া ও সেতু পয়েন্টে এবং ধরলা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, তবে সেগুলো এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, দুধকুমারের পানি লোকালয়ে প্রবেশ করলেও তারা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।