
খুলনার দিঘলিয়া উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ আমিরুল শেখ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আমিরুল একই গ্রামের খালেক শেখের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। আমিরুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যানুসারে বাড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি এবং একটি দেশীয় অস্ত্র (গরু জবাই করার চাকু) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ৭০ পিস ইয়াবাসহ আরও তিনজনের সঙ্গে আমিরুলকে আটক করা হয়েছিল। মাদক মামলায় জামিন পেয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এই ঘটনায় দিঘলিয়া থানায় একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
Comments