Image description

রাজধানীর শেওড়াপাড়ার শামীম স্মরণীর একটি বহুতল ভবন থেকে সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তার স্বামী সিফাত আলি তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে সিফাত, তার এক বন্ধু এবং কাজের ছেলে পলাতক রয়েছে।

কেয়ার বাবা-মা জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে সিফাত তাদের ফোন করে জানান যে, কেয়া আত্মহত্যা করেছে। কেয়ার পরিবারের অভিযোগ, সিফাত বদমেজাজি ছিল এবং সামান্য বিষয় নিয়েও প্রায়ই স্ত্রীর গায়ে হাত তুলত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করছে। কেয়ার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।