কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মিরপুর পৌর বাজারের ঈগল চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি শামসুল আলম স্বপন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, আলো সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুল ইসলাম ঝন্টু, ব্রাইট ইউথু অর্গানাইজেশনে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
এ সময়ে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও আদিবাসী জনগোষ্ঠী অংশ নেয়। মানববন্ধনে বক্তরা অবিলম্বে সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগিতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য; সোমবার ১১ আগষ্ট মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ ভোরে বাড়ি থেকে মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেনের নেতৃত্বে ৫-৬ জন তাকে হত্যার উদ্দেশ্য হামলা করে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহযোগিতা পরিবারের সদস্য তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীতে ট্রমা হাসপাতালে ভর্তি করেন।
Comments