সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজীবপুরে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন রাজীবপুর উপজেলার কর্মরত সাংবাদিকরা। বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে রাজীবপুর উপজেলা শহরের সুপার মার্কেটের সামনে রাজীবপুর উপজেলার সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, যেভাবে, যে সময় ও যে স্থানে তুহিনকে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়ার নয়। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। এটি মানবতার পরাজয়। দেশের জন্য শুভ লক্ষণ নয়। মানুষ এখন আতঙ্কিত। দ্রুত এ হত্যাকান্ডের বিচারের পাশাপাশি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল, চররাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক, সোহেল রানা, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি নূরুল আমিন, দৈনিক আমার সংবাদ ও চ্যালেন এস টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক দেশ বার্তা পত্রিকার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আল আমিন, দৈনিক আমাদের খবর পত্রিকার প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক প্রথম ভোর পত্রিকার প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সকালের সময় প্রতিনিধি শাহ মোমেন,দৈনিক সকালের খবর পত্রিকার প্রতিনিধি মতিউর রহমান, দৈনিক ডেসটিনি প্রত্রিকার প্রতিনিধি ময়নুল হক, সাংবাদিক আরিফুল ইসরাম, জাহাঙ্গীর আলম এবং রাজীবপুর উপজেলা যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদল সদস্য সচিব নাজমুল মাহমুদ, রাজীবপুর ইউনিয়ন ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা ও মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল প্রমূখ।
Comments