
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পশ্চিম ওয়াবদা বাঁধের সড়কে একটি বড় গর্তের কারণে হাজারো মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। এই গর্তের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে উপজেলা প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, পশ্চিম ওয়াবদা বাঁধ থেকে তাড়াশ হাসপাতাল পর্যন্ত প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার পাকা সড়কে পানি পারাপারের জন্য স্থানীয়রা রাস্তা খুঁড়ে ফেলায় একাধিক ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এর মধ্যে একটি বড় গর্তে যানবাহন আটকে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বিকেল ৪টার দিকে একটি ভটভটি গর্তে আটকে পড়ে, ফলে ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পথে আটকে পড়া পিকআপ চালক রবিউল ইসলাম বলেন, “আমি বয়লার মুরগী নিয়ে ঢাকা যাচ্ছিলাম। কিন্তু এই গর্তের কারণে সামনে বা পেছনে যেতে পারছি না। মুরগীগুলো যথাসময়ে পৌঁছাতে না পারলে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।”
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক, মোফাজ্জল হোসেনসহ অনেকে জানান, প্রায় দুই মাস ধরে এই সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন যানবাহন এখানে আটকে যায়, কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি এদিকে পড়ছে না।
তাড়াশ উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, “আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এটি আমাদের সড়ক হলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
Comments