Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান ৭ নম্বর ওয়ার্ডের আঙ্গারীয়া গ্রামের ২৬ জন সহজ-সরল নারীর কাছ থেকে মাসকালাইয়ের বীজ ও সার সরবরাহের কথা বলে জনপ্রতি ৫০০ টাকা আদায় করেছেন। এর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্তরা গত রবিবার (১০ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদের কাছে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীরা বলেন, “আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। মোস্তাফিজুর এভাবে প্রতারণা করে টাকা নেবে তা জানতাম না। আমরা উপজেলা কৃষি অফিসে গিয়ে বিচার চেয়েছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারো কাছ থেকে কোনো টাকা নিইনি। আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, “একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”