Image description

রাজশাহী মহানগর বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির দুই নেতা— আমিরুল ইসলাম আলীম এবং এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন— মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন।

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রায় সাড়ে তিন মাস পর এই কমিটি ৬১ সদস্যবিশিষ্ট করা হয়। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিই দায়িত্ব পালন করে আসছিল। প্রায় দেড় দশক পর রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।