Image description

চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম নগরীর নন্দন কানন এলাকা ও বটতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমকে রুস্তমহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দুইজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুইজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় বিএনপির মিছিলে হামলা মামলা রয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’