Image description

বগুড়ার শিবগঞ্জে এক ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ৬ঘণ্টা পরে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একই দিনে দুই ভাইয়ের স্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম পড়েছে। গতকাল শনিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে বড় ভাই ওয়াহেদ ফকির (৮৫) মারা যান এবং ছোট ভাই ইসহাক ফকির(৮০) মারা যান বিকাল সাড়ে ৩টার দিকে।

মরহুম দুই ভাই একই গ্রামের মৃত জয়নুদ্দিন ফকিরের ছেলে। পেশায় তারা কৃষি কাজ করতেন। ছোট ভাই ইসহাক ফকির সরাইলের হেলাল পীরের ভক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, একই দিনে একই পরিবারের দুই জন স্বাভাবিকভাবে মারা যাওয়া এর আগে কখনো দেখিনি বা শুনিনি। তবে দুর্ঘটনার হিসাব আলাদা। মানুষ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুই ভাই একসাথে পৃথিবীতে না আসলেও চলে গেলো একসাথে। সকালে এক ভাই মারা যাওয়ার পর বিকালে আরেক ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিহত দুই ভাইয়ের একসাথে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান সরাইলের হেলাল পীরের মুরীদ আব্দুল মালেক। জানাযার নামাজের পূর্বে বক্তব্য দেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন আলেম ও জনপ্রতিনিধিরা। জানাযার নামাজে স্থানীয় ও বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।