
ফ্রান্সের ৭৫ বছরের ইতিহাসে সর্ববৃহৎ দাবানল রাতভর কিছুটা ধীর হয়েছে, তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ দাবানলে প্যারিস শহরের চেয়েও বড় একটি এলাকা পুড়ে গেছে।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে দক্ষিণ ফ্রান্সের ওদ অঞ্চলে এখনো দুই হাজারের বেশি অগ্নিনির্বাপণ কর্মী ও ৫০০টি অগ্নিনির্বাপক যান মোতায়েন রয়েছে, পাশাপাশি ফ্রান্সের সেনা আরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
রিবোত নামক গ্রামের কাছে মঙ্গলবার আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত একজন বৃদ্ধা নারী মারা গেছেন ও অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই অগ্নিনির্বাপণ কর্মী।
দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তিনজন নিখোঁজ রয়েছেন ও বহু ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ওদ প্রশাসন।
অগ্নিনির্বাপণ অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ক্রিস্টোফ ম্যাগজ বৃহস্পতিবার ফ্রান্স ইনফোকে জানান, তারা আশা করছেন আজকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে।
রাতভর তোলা ছবি ও ফুটেজে দেখা যায়, দমকলকর্মীরা ১৬ হাজার হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এ আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার থেকে তাপমাত্রা ও বাতাসের গতি কিছুটা কমে আসায় আগুনের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে। পানি ছিটানো বিমানগুলোও আগুন নেভাতে সহায়তা করছে।
স্যাটেলাইট ছবিতে আগুনের ধোঁয়া ও বিশাল এলাকাজুড়ে পুড়ে যাওয়া জমির চিত্র ধরা পড়েছে, যা ক্ষয়ক্ষতির ব্যাপকতা স্পষ্ট করে তুলেছে।
Comments