
ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসের বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজন করে এক বিশাল বিজয় র্যালি ও গণসমাবেশ। বুধবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক গণউপস্থিতি।
সমাবেশে সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জোয়ার্দার সোনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, “চুয়াডাঙ্গার জাতীয়তাবাদী শক্তি আজ আরও সংগঠিত ও সচেতন। সকলে একতাবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ মির্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. শফিকুল ইসলাম পিটু, ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনার হোসেন খান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিপ্টন ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন।
সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীদের আগমনে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে।
গণসমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বর্ণিল ব্যানার, জাতীয় পতাকা, এবং দলীয় স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। আন্দোলন, ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এবারের আয়োজন ছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এক শক্তিশালী বার্তা।
Comments