মুগ্ধতা ছড়াচ্ছে বিটিআরআই রাস্তা, আল্পনার রঙে রঙিন শ্রীমঙ্গল

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন আধা কিলোমিটার রাস্তা এবার মুগ্ধতার নতুন সংজ্ঞা তৈরি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের উদ্যোগে এই সড়কজুড়ে আঁকা হয়েছে মনোমুগ্ধকর আল্পনা।
উপজেলার পর্যটনের অন্যতম ব্যস্ততম ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু করে বিটিআরআই সংলগ্ন ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশে আল্পনার বৈচিত্র্য নজর কাড়ছে স্থানীয়রা ও ভ্রমণপিপাসুদের। রাস্তার দুপাশজুড়ে বিস্তৃত সবুজ চা বাগানের মধ্যে আঁকা এই আল্পনাগুলো যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব শিল্পসম্মত মিলন ঘটিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ প্রিয়জনকে নিয়ে, কেউবা পরিবার ও বন্ধুদের সাথে এসে ছবিতে বন্দি করছেন রঙিন মুহূর্তগুলো। অনেকেই বলছেন, এরকম দৃষ্টিনন্দন রাস্তা তারা এর আগে কখনও দেখেননি।
এ বিষয়ে ইউএনও ইসলাম উদ্দিন বলেন, "শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর উপজেলা। তাই পর্যটকদের অভিজ্ঞতা আরও আনন্দময় ও মনোমুগ্ধকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন স্থানীয় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তেমনি পর্যটকদের আগমনও আরও সহজ হবে।"
স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের দৃষ্টিনন্দন ও সৃজনশীল উদ্যোগ চা বাগান পর্যটন শিল্পের সম্ভাবনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে। তারা আরও বলেন, এমন উদ্যোগ চলমান থাকলে শ্রীমঙ্গল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।
Comments