
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাপিতের পোলের পূর্ব পার্শ্বে মাত্র ২০০ মিটার সংযোগ সড়কের অভাবে ২৫ পরিবারের শতাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন।
পৌরসভা প্রতিষ্ঠার প্রায় তিন দশক ধরে নিয়মিত পৌর কর পরিশোধ করা সত্ত্বেও এই পরিবারগুলো প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। সংযোগ সড়কের অভাবে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় যাতায়াতে তাদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোনো ফল মেলেনি। গত সোমবার (৪ আগস্ট) এলাকার প্রতিনিধি মিজানুর রহমান পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন। মঙ্গলবার রাতে মিজানুর রহমানসহ কয়েকজন এলাকাবাসী চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন।
তারা বলেন, “পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আমরা এখানে বসবাস করছি এবং নিয়মিত কর পরিশোধ করছি। কিন্তু রাস্তার অভাবে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।” তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, “বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Comments