Image description

ফরিদপুরের সালথায় অবৈধ ট্রলি গাড়ির চাপায় মো. হুসাইন কারিকর নামে তিন বছর বসয়ী এক শিশু মারা গেছে। আজ বুধবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী-বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু যদুনন্দী গ্রামের মৌলভীপাড়ার মো. নাজমুল কারিকরের ছেলে। 

এলাকাবাসী জানান, বুধবার দুপুরে নিজ বাড়ির ভেতর থেকে খেলতে খেলতে যদুনন্দী-বাউশখালি সড়কের ওপর ওঠে আসে শিশু হুসাইন। এ সময় একটি অবৈধ ট্রলি গাড়ি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। 

এদিকে শিশুটিকে চাপা দেওয়ার পর স্থানীয়রা ট্রলি গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশে দেয়। 

ট্রলি চাপায় শিশুটি নিহতের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান। 

তিনি বলেন, ট্রলি চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ওই ট্রলি গাড়িসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।