প্রকাশ্যে অপহরণ করে সাবেক মেম্বারকে হত্যা; বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের সাবেক মেম্বার আলা উদ্দিনকে বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মাথায় কালো কাপড় বেঁধে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার উপজেলার বক্সগঞ্জ বাজাওে স্কুল গেইট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষর দিয়েছে এলাকার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক, মানবাধিকার কর্মী ইলিয়াছ পালোয়ান, সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি নুর উদ্দিন স্বপন, ইউপি সদস্য আফজল হোসেন, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, নুর মোহাম্মদ ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আজিজ, ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন, নিয়ামত উল্ল্যা, মানিক ভূঁইয়া, মাস্টার জাফর আহম্মেদ, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী ফয়সাল, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ যুগ্ম আহবায়ক ইয়াছিন, জিয়া মঞ্চ নেতা হুমায়ুন কবির প্রমূখ।
এসময় বক্তরা বলেন, আলীয়ারা গ্রামের হানাহানির শেষ কোথায়। পুর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে তুলে নিয়ে মেম্বারকে হত্যা করেছে। আমাদের দেশে বহু ঘটনা ঘটেছে অল্পদিনের মধ্যে আসামীদের আটক করেছে। কিন্তু এঘটনায় এত নাটক হচ্ছে কেন? আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই সেনা বাহিনী ও ডিবি পরিচয় দিয়ে মেম্বারকে তুলে নিয়ে হত্যা করেছে। তারপরও কেন এ পর্যন্ত আসামি আটক হচ্ছে না।
তারা আরো বলেন, খুনিদের হাতে কেউ নিরাপদ নয়, কারণ তাদের কাছে অস্ত্র-শস্ত্র রয়েছে।
বক্সগঞ্জ ইউনিয়ন বাসীর দাবি যারা মেম্বারকে তুলে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানাচ্ছি।
Comments