
জয়পুরহাটের আক্কেলপুরে কলাবাগানে একটি জ্বলন্ত বস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কাদোয়া বটতলী এলাকায় কলাবাগানটির মালিক আগুন দেখতে পেয়ে গ্রামবাসীকে ডেকে আনলে এই ঘটনা জানা যায়।
আক্কেলপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, স্থানীয়রা পুকুর থেকে পানি তুলে আগুন নিভিয়ে দেখতে পান যে বস্তার ভেতরে একটি লাশ রয়েছে, যার বিভিন্ন অংশ পুড়ে গেছে।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করার পর লাশটি বস্তাবন্দি করে কলাবাগানে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে, লাশের পরিচয় এখনো জানা যায়নি।
Comments