Image description

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার  সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছে শতাধিক পর্যটক। 

মঙ্গলবার সকাল থেকে সাজেকের সাথে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে সাজেকে আটক পর্যটকদের পারাপার করা হচ্ছে। 

স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাচালং বাজার এলাকায় রাস্তা এবং মাচালং ছড়ার উপর ব্রিজ পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও ব্রিজে প্রায় চার থেকে পাঁচ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি যাওয়া-আসা বন্ধ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া  বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে শতাধিক পর্যটক আটকা রয়েছে।