Image description

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আনতে সরকার আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে শুরুতে মাত্র ১৭ জন যাত্রী ছিলেন।

ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় মাত্র ১৭ জন যাত্রী ছিল। এছাড়া রেলওয়ের পাঁচজন পুলিশ সদস্যও ছিলেন। ছয় বগির এই ট্রেনে আসন সংখ্যা ছিল ৬৭৬টি।

ভাঙ্গা থেকে ছাড়ার পর ট্রেনটির শিবচর, পদ্মা, মাওয়া ও শ্রীনগর স্টেশন থেকে আরও যাত্রী নেওয়ার কথা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সিগঞ্জের সাবেক মুখপাত্র অবন্তিকা দাশ জানান, শ্রীনগর থেকে ১০ জন এবং মাওয়া স্টেশন থেকে ১৫ জন যাত্রী উঠেছেন।

ট্রেনটি বেলা ১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। ফেরার পথে এটি সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে রাত সাড়ে ৮টার মধ্যে ভাঙ্গা স্টেশনে পৌঁছানোর কথা।

ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান জানিয়েছেন, কোনো সমন্বয়ক বা ছাত্রনেতা আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি।