Image description

গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেত্রকোনার বারহাট্টা উপজেলার দু'জন শহীদ হন। আন্দোলনের এক বছর পর আজ জেলাজুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় শহীদ রাসেলের কবরে ও বেলা ১২ ঘটিকায় শহীদ নাজিম আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান।

এই সময় বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ,বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান  প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ খবিরুল আহসান বলেন,বারহাট্টা উপজেলা থেকে শহীদ নাজিম ও শহীদ রাসেল এই দুই তরুণ নতুন বাংলাদেশ গঠনে জীবন দিয়েছেন।আজকে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি। এছাড়াও বারহাট্টা উপজেলার সকল মসজিদে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।

২৪ শের আন্দোলনে বিক্ষুব্ধ জনতার সাথে যোগ দিয়েছিল নেত্রকোনার বারহাট্টা উপজেলার ভাটগাঁও গ্রামের নাজিম আহমেদ ও বাউসি ইউনিয়নের সুসং ডহরপাড়া গ্রামের রাসেল। ৫ আগস্ট দুপুরে টঙ্গী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় নাজিম আহমেদ আর গাজীপুরের মাওনা চৌরাস্তায় বিজিবির গুলিতে নিহত হয় রাসেল মিয়া।