নেত্রকোনার মোহনগঞ্জে নদীতে ইঞ্জিনচালিত বালুবাহী নৌকাডুবিতে একজন উঠতে পারলেও দুইজন ব্যবসায়ী নিখোঁজ হয়ে। উঠে আসা আব্দুল হক মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
সোমবার গভীর রাতে ধলাই নদীর আদর্শনগর বাজারের ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ীরা হলেন, জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে মো: জিয়া (২০) ও মো: ফারুফ (২৪) একই গ্রামের আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বধলার আব্দুল হক ও নিখোঁজ ব্যক্তিগণ দীর্ঘদিন ধরে মোহনগঞ্জের বিভিন্ন এলাকায় নৌকা দিয়ে বালু নিয়ে এসে বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় তারা ধলাই নদীর আদর্শনগর বাজারে ঘাটে বালুসহ নৌকা রাত্রি যাপনের উদ্দেশ্যে তীরে রাখেন। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। নৌকার বালুর উপরে কোন ধরনের ত্রিপল বা অন্য কিছু না দেওয়ার কারণে বৃষ্টির পানি নৌকাতে জমে যায়। নৌকা থাকা লোকজন টের পাওয়ার আগেই পানিতে ডুবে পড়ে। ডুবন্ত নৌকা থেকে আব্দুল হক সাতরে তীরে আসতে পারলেও ওপর দুজন জিয়া ও ফারুক উঠতে পারেনি। পরে স্থানীয়রা মোহনগঞ্জ ফায়ার সার্ভিস অফিসে জানালে তারা ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেন। তবে বৃষ্টিও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। দুপুর দুইটা রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ব্যাবসায়ীর সন্ধান পায়নি ফায়ার সার্ভিস ডুবুরি দল।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার বজলুর রহমান জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌকাটি মোহনগঞ্জের আদর্শনগরে বাজারের ঘাটে রাত্রি যাপন করতে তীরে নৌকা রাখেন। পরে গভীর রাতে নৌকাটি ডুবে যায়। আজ সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ভারি বৃষ্টি আর নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে।
Comments