
পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা এবং পাওনা আদায় নিয়ে আলোচনা করতে আগ্রহী বলেও জানান তিনি। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দিনের সফরে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৪ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'একাত্তর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে থাকবে।'
উল্লেখ্য, গত ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল, যা ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে স্থগিত হয়ে যায়।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'শেখ হাসিনার সময়ের দুর্নীতি-ট্যাগের রাজনীতি কি দূর হয়েছে? এর জন্য কি নতুন সংবিধান লাগে না? এর জন্য ভালো মানুষ হতে হয়।' তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, 'বাংলাদেশকে ব্যক্তিগত সম্পত্তি আর জনগণ-মন্ত্রীদের ক্রীতদাস ভাবতেন শেখ হাসিনা।' ভোট কারচুপির বিষয়ে তিনি বলেন, 'শেখ হাসিনা সব মাত্রা ছাড়িয়ে গেছেন।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে শ'খানেক মানুষ হত্যা করেছে এবং ১৫ বছর ধরে মানুষকে ভোট দিতে দেয়নি।'
Comments