
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হযরত শাহ্ সৈয়দ আহমদ গেছু-দারাজ (র.) এর বার্ষিক পবিত্র ওরস মোবারক শুরু হবে আগামী ১০ আগস্ট। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত বছর বন্ধ থাকার পর এ বছর থেকে ফের শুরু হচ্ছে ওরস। ফলে ভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে মাজার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মলেনে আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে মাজারের সময়ে কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে অবহিত করা হয়।
মাজার শরীফ সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ১০ আগস্ট ওরস শুরু হয় ১৬ আগস্ট শেষ হবে। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাজার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি জি এম রাশেদুল ইসলাম, মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম, সদস্য কাজী শরীফ খাদেম। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন মাজার পরিচালনা কমিটির সদস্য তাকদির খান খাদেম, ইলমান উদ্দিন, কামরুল হাসান খাদেম, শাকিল উদ্দিন খাদেম, কাজী রূপম খাদেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওরস উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব উপস্থিত আইনশৃংখলা রক্ষার দায়িত্ব পালন করবেন। মাজার এলাকার পাশ দিয়ে যাওয়া রেলপথ দিয়ে যেন ওরসের সময়ে ট্রেন কম গতিতে চলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Comments