Image description

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবার অভিযোগ করেছে যে, তাকে শ্বাসরোধ, মাথায় ও পিঠে আঘাত করে হত্যা করা হয়েছে।

নিহত শিশু আল হাবিব উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি মো. আশরাফুল ইসলামের একমাত্র ছেলে। তার বাড়ি থেকে পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনটি মাত্র ১০০ গজ দূরে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টায় শিলাইকুঠি বাজার এলাকার ওই ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

আল-হাবিবের মা হ্যাপী আক্তার বলেন, শিলাইকুঠি মাদ্রাসা মাঠে আসর নামাজের আগে থেকে স্থানীয় বাচ্চাদের সাথে খেলছিলো হাবিব। আসর নামাজের পর থেকেই আমার সন্তানের খোঁজ করতে থাকি। কিন্তু কোন জায়গায় খোঁজ মিলছিলো না। রাত ৮টার পরে জানতে পারি বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে হাবিবের মরদেহ পড়ে আছে। আমার সন্তানকে যে হত্যা করছে তার বিচার চাই।

স্থানীয়রা জানায়, নিহত আল-হাবিবের মাথায় আঘাতের চিহ্ন ও গলায় তার পরনের শার্ট প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে রাখা হয়েছে। এটা পরিকল্পনা মাফিক হত্যা বলে দাবি তাদের। যারা এই অমানবিক কাজ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহত হাবিবের বাবা আশরাফুল ইসলাম দীর্ঘ ২ বছর থেকে অসুস্থ। বিদ্যুতের খাম্বায় কাজ করার সময়ে পড়ে গিয়ে এক পা ভেঙে যায় তার। সেসময় থেকে কোনো কাজ কর্ম করতে না পারেন না তিনি।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।