Image description

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত এই যুবকের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার নয়াপাড়ার ২৬ নম্বর রেজিস্টার্ড ক্যাম্পের পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. শফি প্রকাশ ডাকাত শফি (২৮) ২৬ নম্বর ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, শফিকে ধরতে এক মাসের বেশি সময় ধরে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে নজরদারি চালিয়েছে র‌্যাব। অবশেষে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, “অভিযানের সময় শফিক র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ের। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। আটকের পর শফিককে নিয়ে গহীন পাহাড়ে গোপন আস্তানার সন্ধানে যায় র‌্যাব।

“তার দেওয়া তথ্য অনুযায়ী সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুটি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ছয়টি শটগানের খালি কার্তুজ ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়।”

এ ছাড়া গোপন আস্তানা থেকে ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয় বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

শফির নামে দুটি হত্যা, দুটি ডাকাতির প্রস্তুতি, ছয়টি অস্ত্র ও ছয়টি মারামারি মামলাসহ ২১টি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।