Image description

বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ ৮ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন— বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এসকে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মো. হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মো. জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা এবং সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার। এসময় তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি ছুরি, ১টি রামদা, ২টি ককটেল, ৪টি ভুয়া আইডি কার্ড, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন এবং ৪টি লাইটার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা এসকে সুমনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িত ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এসকে সুমনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের পূর্বের কোনো মামলা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ অভিযান স্থানীয়দের মধ্যে অবৈধ কার্যক্রম দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা হিসেবে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।