Image description

গতকাল সোমবার ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তে হতাহতের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ করা নিয়ে টাল বাহানাসহ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহের সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার বিবেক মারা যাওয়ায় এ-সময় তারা গায়েবানা জানাজাও করেন। 

মাইলস্টোন ট্রাজেডির পরেও যথাসময়ে এইচএসসি পরীক্ষা স্থগিত না করে মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার পরীক্ষা স্থগিতের ঘোষনা করায় তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবোধ করে প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে গাঙ্গিনাপাড়  ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউনহল জুলাই চত্বরে এসে আবারও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। 

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী নিয়ানুল বাশার নাঈম, রিশাদুল আলম প্রিন্স, সব্যসাচী দাস এবং আরিফুল ইসলাম প্রমূখ। 

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে সেখানে সকল পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে।

এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবে পদত্যাগ দাবি করেন। পরে তারা গায়েবানা জানাজাও করেন। আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।