Image description

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি ও বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন চালুর সিদ্ধান্ত বাতিল এবং রাখাইনের জন্য করিডোর দেওয়ার অপচেষ্টা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে, জনগণকে অন্ধকারে রেখে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করেছে। জাতিসংঘ মানবাধিকার মিশন চালুর অনুমতি দেওয়ার চক্রান্তে লিপ্ত আছে। এখতিয়ারবহির্ভূত এসব কাজের জন্য জনগণ এই সরকারকে ক্ষমতায় বসায়নি। এমন দেশবিরোধী অপতৎপরতা জনগণ মেনে নেবে না।
 
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন। 

নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিল, হাসিনা সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে করা গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত ও বাতিল করা হবে। সেটা না করে, উল্টো অন্তর্বর্তী সরকার নতুন করে গোপন চুক্তি অব্যাহত রেখেছে। তারা বলেন, দেশে অরাজক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বদলে সরকার দেশবিরোধী নানা চুক্তি করে চলেছে। এ ধরনের পরিস্থিতি তৈরি করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র আজ আমাদের দেশে শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায়। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পল্টন মোড়ে  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।