Image description

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয় জন জীবন শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। গতকাল রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘চিকিৎসাধীন রোগীদের মধ্যে জীবন সংকটে থাকা ছয় জনের মধ্যে তিন জনের অবস্থা অনেকটা উন্নতির দিকে। আর বাকি তিনজনের অবস্থা অনেকটা অপরিবর্তিত। সিরিয়াস কন্ডিশনে আছে ১৩ জন, তবে তারা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসবে।’

এসময় তিনি আরও জানান, রক্তের কোনো প্রয়োজন নেই, স্কিন আছে। টাকা পয়সার প্রয়োজন নেই, সবকিছু সরকার থেকে দেওয়া হচ্ছে। দিনে দুইবার মাল্টি ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের মাধ্যমে বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদেশি চিকিৎসক প্রতিনিধির বিষয়ে তিনি বলেন, ‘কোনো দেশের চিকিৎসককে আলাদা করা হচ্ছে না, কারণ চিকিৎসদের কোনো বর্ডার নেই। সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সাথে বৈঠক হচ্ছে, তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ভারত, চীনের চিকিৎসক দলও সহযোগিতা করছেন। ডাক্তারদের জন্য বর্ডার নেই, তাদের কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করা হচ্ছে।’ 

এসময় তিনি আরও জানান, ভারতের প্রতিনিধিরা এসেছেন, তবে চীনের ৫ সদস্যের প্রতিনিধি দল এখনো হাসপাতালে আসেননি, তাদের সাথে ভিডিও কলে কথা হয়েছে। 

অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য উপদেষ্টা এসে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন। বিদেশি চিকিৎসকদের পরামর্শগুলো অনুসরণ করার পরামর্শও দিয়েছেন।