Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে উপজেলা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন এর পদ স্থগিত করা হয়েছে। 

গত ১২ জুলাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য থেকে তার পদ স্থগিত হলেও আজ শনিবার ১৮ জুলাই জেলা বিএনপির থেকে তার পদ স্থগিত করার কথা সাংবাদিকদের জানানো হয়। 

এর আগে গত রোববার ১৩ জুলাই তরুণ শিল্প উদ্যোগতা ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান এর দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিন (৩৫) কে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪নং সিন্দুরখান ইউনিয়ন এর শ্রীগাঁও গ্রামের শেখ মো: জিতু মিয়া'র পুত্র।

মামলার এজাহার ও পিবিআই তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়- ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। উক্ত ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর-কে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন বাঁধা সৃষ্টি করে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এবং দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি দেন। 

বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার (সিআর- মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই, মৌলভীবাজার-কে নির্দেশ প্রদান করেন। ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার, আদালতে শেখ জসিম উদ্দিন-এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক নুরে আলম সিদ্দিকী বলেন, অনেক আগেই জসিম এর বিরুদ্ধে জেলা বিএনপির কাছে অভিযোগ এসেছিলো। জেলা বিএনপি তার পদ স্থগিত করেছে। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে তদন্ত চলছে।