
শরীয়তপুরের ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে যুবদল ও ছাত্রদলের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক যানবাহন, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, "শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে বিরোধ চলে আসছিল।"
তিনি বলেন, "শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক গাড়ি।"
ইকবাল হোসেন আরও বলেন, "ইজারার টাকা উঠানোকে কেন্দ্র করে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।"
Comments