কালিয়াকৈরে আন্তর্জাতিক সম্মেলন : ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন দিগন্ত

গাজীপুর কালিয়াকৈরে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রযাত্রায় বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শুক্রবার ১৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে কালিয়াকৈর হাইটেক সিটির EATL ইনোভেশন হাব অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস (ICDSAIA 2025)।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, EATL ইনোভেশন হাবের চেয়ারম্যান ও সরকারের সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম। স্বাগত বক্তব্য রাখেন EATL ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এ. এম. মুবিন খান এবং ইউনিভার্সিটি অব স্যালফোর্ড, ম্যানচেস্টার-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. সারে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অর্থনীতি ও প্রশাসনকে আরও দক্ষ ও জনবান্ধব করতে পারে। বাংলাদেশের তরুণদের এই ক্ষেত্রে এগিয়ে আসা সময়ের দাবি।
EATL ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
সকালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একাধিক সেশনে দেশের ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেটা সায়েন্স ও এআই-এর নতুন প্রয়োগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগামীকাল ১৯ জুলাই পর্যন্ত এই সম্মেলন চলবে।
Comments