
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহাম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার (১৪ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের প্রথম স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বেগম আশানুর বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব।
এরআগে গত ৫ জানুয়ারি দুপুরের দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। পরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। আব্দুল লতিফ বিশ্বাস গত বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এই নির্বাচনে তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কাছে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
Comments