কোম্পানীগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বসুরহাটের আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগাতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমীর মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতুনে জান্নাত চাঁদনী ও তাফহীমুল নজির তাওহীদ, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানহা নারিয়া এবং কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ। তারা ‘জুলাই-আগস্টের স্মৃতি’, ‘সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা’ এবং ‘আগামীর প্রত্যাশা ও সম্ভাবনা’ তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Comments