Image description

গত ১৪ জুলাই ময়মনসিংহে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় গতকাল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি নজরুল ইসলাম জানায়, ভাবি ময়না আক্তারের উপর রাগ-ক্ষোভে  ময়নাসহ তার পাঁচ বছরের শিশু মেয়ে রাইসা এবং ২ বছরের  ছেলে নিরবকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।  

আজ ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন বিষয়ে এসব কথা বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন। 

তিনি আরো জানান, হত্যাকারী নজরুল ইসলামের সাথে অনেকদিন ধরেই ঝগড়াঝাঁটি চলে আসছিলো তার ভাবি ময়না আক্তারের। পরে সেই ক্ষোভ থেকেই রাত ১২ টায় সবাই ঘুমিয়ে পড়লে বটিদিয়ে ঘুমন্ত অবস্থায় প্রথমে ভাবি ময়নাকে পরে দুই শিশুকে গলাকেটে হত্যাকরে ভোরে পালিয়ে যায় সে। পরে আসামি ফোনে নত্রকোনায় তার নানাবাড়ি যোগাযোগকরার চেষ্টা করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে  তার অবস্থান নিশ্চিত হন। পরে গতকাল বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভালুকা থানায় একটু হত্যা মামলা করা হয়েছে। 

এছাড়া আরো জানা যায়, এক বছর আগে ট্রেনের ছিনতাই করতে গিয়ে আরেকজনকে  হত্যা করে নজরুল, পরে দেড় বছর কারাগারে থাকার পর বেশ কয়েক মাস ধরে জামিনে আসেন তিনি। পুলিশ ধারনা করছে খুনি অনেকটা সাইকো ধাচের। 

পুলিশ সূত্রে জানা যায়,গত জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ১৭০ জন।