Image description

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই সোমবার দুপুরে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত ছয় মাসের সরকারি চাল এককালীন ১৮০ কেজি করে দুস্থ মহিলাদের মাঝে বিতরণ করা হচ্ছিল। সরকারের পক্ষ থেকে এই চাল সম্পূর্ণ বিনামূল্যে বিতরণের কথা থাকলেও, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মোল্লা (৫০) এবং তার সহযোগী ইছাহক মোল্লা (৪০) প্রত্যেক সুবিধাভোগী মহিলার কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছিলেন।

বিষয়টি সেনাবাহিনী জানতে পেরে এবং তথ্য ও প্রমান সহ তাদেরকে আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোহেবুল্লাহ বাদী হয়ে থানায় মামলা রুজু করেন। আসামীদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, চিকনিকান্দি ইউনিয়নে দুস্থ, অসহায়দের চাল বিতরণ প্রোগ্রামে কয়েকজন ভুক্তভোগী ইউনিয়ন পরিষদে গিয়ে প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে তাদেরকে কার্ড দিবে এই মর্মে ৩০০/ করে টাকা তোলে যা চাইতে গেলে সে অস্বীকার করে। তখন সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। গলাচিপা সেনাবাহিনীর একটি টহল দল ঐ এলাকায় ছিলেন এবং তখন তারা সেনাবাহিনীর কাছে সহয়তা চাইলে সেনাবাহিনী সেখানে উপস্থিত হয় এবং প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনসহ তার সহযোগী মো: ইসহাককে আটক করেন।