
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড়ে চালানো এই অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, তিনটি কিরিচ এবং ৩৮টি গুলি উদ্ধার করা হয়। তবে, এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, যে স্থানে অভিযান চালানো হয়েছে সেটি একটি ডাকাত দলের আস্তানা। অভিযানকারীরা আস্তানাটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি এলজি এবং একটি গাদাবন্দুক উদ্ধার করা হয়। এছাড়াও, আস্তানাটিতে রিভলবারের ২১টি গুলি, রাইফেলের ১৪টি গুলি, ৩টি ছররা গুলি, ৫টি গুলির খোসা এবং ৩টি কিরিচ পাওয়া যায়। বিজিবি কর্মকর্তারা জানান, ডাকাত দলের সদস্যরা অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আগেই পালিয়ে যায়।
টেকনাফ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আজ সকালে নিশ্চিত করেছেন যে, উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় জমা দিয়ে মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Comments